শিরোনাম
রবিবার, ২৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বাল্যবিয়ের হিড়িক

ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। এ রাজ্যে ১০০ জনের মধ্যে ৪৫ জনের বেশি মেয়ের বয়স ২১ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। সম্প্রতি বিয়ে রেজিস্ট্রার জেনারেল ২০১৯ সালের ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’-এর পরিসংখ্যান প্রকাশ করেছে। এতেই উঠে এসেছে এমন চিত্র। পরিসংখ্যানের তথ্য-উপাত্ত বলছে, ভারতে জাতীয় স্তরে মেয়েদের বিয়ের গড় বয়স ২২ দশমিক ১ বছর। সেখানে পশ্চিমবঙ্গে মেয়েদের বিয়ের গড় বয়স ২১ বছর। পাঞ্জাবে মেয়েদের বিয়ের গড় বয়স ২৪ দশমিক ২ বছর, দিল্লিতে ২৪ দশমিক ১ বছর। বিয়ের গড় বয়সের দিক দিয়ে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও বিহার রাজ্য থেকেও পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

সর্বশেষ খবর