সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

অনাস্থা ভোটের আগে বিপাকে ইমরান খান

অনাস্থা ভোটের আগে বিপাকে ইমরান খান

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শুক্রবার দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবটি ওই দিন স্পিকার অধিবেশন মুলতবি করায় তা পিছিয়ে যায়। সেটি আজকের অধিবেশনে উপস্থাপন করার কথা। এর ওপর সাত দিন বিতর্কের পর চূড়ান্ত ভোটাভুটি হবে। কিন্তু অনাস্থা প্রস্তাবের ঠিক আগে ইমরান খানের আরেক ঘনিষ্ঠ মিত্র জামহুরি ওয়াতন পার্টি (জেডবিউপি) প্রধান শাহজাইন বুগতি জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। এমনকি অনাস্থা প্রস্তাবে ইমরান খানের বিরুদ্ধে ভোট দেবেন বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান ট্রিবিউন গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুগতি গতকাল ফেডারেল মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা করেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি বিলাওয়াল ভুট্টোর সঙ্গে দেখা করার পরই ইমরানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। পদত্যাগ ঘোষণার পর বিলাওয়াল ভুট্টোর সঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হন বুগতি। এসময় তিনি জানান, বেলুচিস্তানের মানুষের আস্থায় আঘাত করেছে ইমরান সরকার। দেশের অবস্থা দেখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বিরোধীদের পাশেই রয়েছি। এদিকে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত ৫০ জন মন্ত্রীকে রাজনৈতিক দৃশ্যপটে দেখা যাচ্ছে না। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খট্টক, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বেশ জোরেশোরে ইমরান খানের পক্ষে বক্তব্য দিয়ে আসছেন।

সর্বশেষ খবর