সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

নারীশিক্ষা বন্ধ রাখতে পারবে না তালেবান

নারীশিক্ষা বন্ধ রাখতে পারবে না তালেবান

মৌলবাদী শক্তির বীভৎসতা কেমন তা খুব কাজ থেকে দেখেছেন মালালা ইউসুফজাই। সম্প্রতি আফগানিস্তানে তালিবান আগ্রাসন নিয়েও উদ্বিগ্ন থেকেছেন মালাল। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন। এবার দেশটির নারী শিক্ষা নিয়ে কথা বললেন। শান্তিতে নোবেল পাওয়া এই তরুণী বলেন, আফগানিস্তানে নারীশিক্ষায় তালিবানের নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে না। তার মন্তব্য, আফগান নারীরা এখন জানে, ‘ক্ষমতায়নে’র মানে কী। গত সপ্তাহে মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো খোলার কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো বন্ধ ঘোষণা করে তালিবান সরকার। এর প্রতিবাদে স্কুলছাত্রী ও মহিলারা কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। শনিবার কাতারে দোহা ফোরামে দেওয়া বক্তৃতায় মালালা বলেন, ‘আমি মনে করি, ১৯৯৬ সালে নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ তালেবানের জন্য তুলনামূলক সহজ ছিল। কিন্তু এ সময়ে এসে এটা কঠিন। কারণ, নারীরা দেখেছেন, শিক্ষিত হওয়ার মানে কী, ক্ষমতায়নের মানে কী। ফলে নারীশিক্ষায় নিষেধাজ্ঞা রাখা এ সময়ে তালিবানের পক্ষে কঠিন হবে। তাই এ নিষেধাজ্ঞা স্থায়ী হবে না।’

সর্বশেষ খবর