সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

তিন দিনের যুদ্ধবিরতি দিল হুতি

তিন দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি নেতৃত্বাধীন জোট যদি বিমান হামলা বন্ধ করে, তাহলে এ বিরতি স্থায়ী রূপ নিতে পারে বলেও জানায় সংগঠনটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে হামলা করে হুতি বিদ্রোহীরা। ঘটনাস্থলে গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়। এরপর শনিবার ইয়েমেনের এ সংগঠনটি যুদ্ধবিরতির কথা জানায়। টেলিভিশনে এক বার্তায় হুতিদের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মাহদি আল-মাশাত আগামী তিন দিন সৌদিতে হামলা বন্ধের কথা জানান। তিনি বলেন, এ সময় যোদ্ধারা সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখবে। সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে আল-মাশাত বলেন, এটা তাদের প্রতি আমাদের আন্তরিক আমন্ত্রণ এবং আস্থা পুনর্গঠনের জন্য বাস্তব পদক্ষেপ। বিষয়টি আলোচনা থেকে শুরু করে কর্মক্ষেত্র; সব জায়গায় নিয়ে যাওয়া যায়। তিনি আরও বলেন, আমরা এ ঘোষণাকে চূড়ান্ত এবং স্থায়ী প্রতিশ্রুতিতে পরিণত করতে প্রস্তুত। যদি সৌদি আরব অবরোধের অবসান ঘটায় এবং ইয়েমেনে তাদের অভিযান চিরকালের জন্য বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। হুতিদের পক্ষ থেকে ঘোষণা এলেও এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ খবর