শিরোনাম
বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার প্রধান লক্ষ্য মারিউপোল দখল!

মারিউপোলের নিয়ন্ত্রণ অল্প কয়েক দিনের মধ্যে রুশ সেনাদের হাতে চলে যাবে

রাশিয়ার সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রধান সের্গেই রুদস্কইকে সম্প্রতি একটি মন্তব্য করেছেন। সেটি হলো- ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের ‘পূর্ণ স্বাধীনতা’ নিশ্চিত করা। ২০১৪ সালে রুশ সমর্থিত বিদ্রোহীরা দনবাসের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার পর থেকে ওই অঞ্চলে বিদ্রোহী এবং ইউক্রেনিয়ান সৈন্যদের মধ্যে লড়াইতে কম-বেশি ১৫ হাজার মানুষ মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, তাদের ‘বিশেষ সেনা অভিযানের’ দুটি ভিন্ন ভিন্ন লক্ষ্য ছিল- একটি পুরো ইউক্রেন এবং অন্যটি শুধু দনবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভ রুশ বাহিনী চারদিকে ঘিরে ফেললেও দখলের পুরো প্রস্তুতি দেখা যায়নি। অবশ্য সেখানে চরম প্রতিরোধের মুখেও পড়েছে রুশ বাহিনী। তবে প্রথম থেকে রাশিয়া যে শহরটি দখলের জন্য মুখিয়ে আছে তা হলো মারিউপোল। সেই মারিউপোলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আর অল্প কয়েক দিনের মধ্যে রুশ সেনাদের হাতে চলে যাবে বলে মনে করছেন যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়াল ইনস্টিটিউট সার্ভিসেস ইনস্টিটিউটের এক বিশ্লেষক। প্রতিষ্ঠানটির স্থলযুদ্ধ সংক্রান্ত গবেষক জ্যাক ওয়াটলিং বলছেন, মারিউপোলের দখল পেলে রুশ সেনারা দনবাসের অন্যত্র থাকা ইউক্রেনীয় ইউনিটগুলোকে চেপে ধরবে। তার মতে, দনবাস অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর রসদও ফুরিয়ে আসছে। এটা হতে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য বড় ধরনের ধাক্কা,’ বলেন ওয়াটলিং।

মারিউপোলে ৫ হাজার মানুষকে সমাহিত : রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কেবল বন্দরনগরী মারিউপোলে ৫ হাজার মানুষকে সমাহিত করা হয়েছে। রাশিয়ার অনবরত গোলাবর্ষণের কারণে অনেকের লাশ সংগ্রহ করা যায়নি বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেনশিয়াল উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা। তার অনুমান, সবমিলিয়ে ১০ হাজার মানুষ মারা যেতে পারে। তিনি বলেন, ‘অনবরত গোলাবর্ষণের কারণে গত ১০ দিন থেকে নিহতদের সৎকার বন্ধ রয়েছে।’

সর্বশেষ খবর