বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

দিল্লিতে রেকর্ড গরম ৪২ ডিগ্রি সেলসিয়াস

দিল্লিতে রেকর্ড গরম ৪২ ডিগ্রি সেলসিয়াস

উপমহাদেশে কেবল গরমের শুরু। তাতেই দিল্লির তাপমাত্রা ৪০ ছাড়িয়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেল। বছরের এই সময়ে এতটা উষ্ণ থাকে না ভারতের রাজধানী শহর। কিন্তু উষ্ণায়নের প্রভাবে কিছুদিন হলো আবহাওয়া আর আগের মতো নিয়ম মেনে চলছে না। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দিল্লির নারেলাতে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি। বাকি দিল্লিতে তাপমাত্রা ছিল মূলত ৪১ থেকে ৪২ ডিগ্রির মধ্যে।  ন্যূনতম তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম ছিল। ফলে শুকনো গরমে দিল্লিবাসীর অবস্থা এখন থেকেই খারাপ হতে শুরু করেছে। আবহাওয়া অফিসের মতে, আরও কয়েকদিন এ রকম আবহাওয়া চলবে। আবহাওয়া অফিসের মতে, মার্চে এবার বৃষ্টি হয়নি।  সাধারণত, মার্চে বৃষ্টি বা ঝড় হলে আবহাওয়া ঠান্ডা থাকে। সেটা না হওয়ায় গরম এত বেড়ে গেছে। আবহাওয়া  অফিস বলেছে, তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে এখনই নামছে না।

সর্বশেষ খবর