বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা
তুষারপাতে পিচ্ছিল সড়ক

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় ৬০টি গাড়ি

প্রবল তুষারপাতে গাড়ি চালানো কতটা ভয়ংকর সেটা দেখা গেল যুক্তরাষ্ট্রে। তুষারপাতের কারণে ঘন কুয়াশায় অন্তত ৬০টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন। সোমবার ঘটনাটি ঘটে পেনসিলভানিয়ায়। মার্কিন গণমাধ্যম বলছে, একটানা তুষারপাতে রাস্তায় দৃশ্যমানতা ছিল না বললেই চলে। তার ফলেই সকালে পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনাটি ঘটে। ৫০ থেকে ৬০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিপজ্জনক গতিতে একটির পর একটি গাড়ি একে অপরকে ধাক্কা মারছে।

অল্প আহতদের গাড়ি থেকে কোনোমতে নেমে আসতে দেখা যায়। সংঘর্ষের ফলে বেশকিছু গাড়িতে পরে আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পেনসিলভানিয়ার অন্তর্দেশীয় সড়কের ওই জায়গাটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় উদ্ধার কাজে বড়সড় সমস্যা হয়।

সর্বশেষ খবর