বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুঃস্বপ্নে শ্রীলঙ্কা

দুঃস্বপ্নে শ্রীলঙ্কা

নিত্যপণ্যের জন্য মানুষের সারি বাড়ছেই শ্রীলঙ্কায়

দীর্ঘ লোডশেডিংয়ে তেলে জ্বালানো বাতিই মূল ভরসা, তাই কেরোসিনের মতো জ্বালানির জন্য দিনভর লাইনে দাঁড়িয়ে লঙ্কানদের গলদঘর্ম হতে হচ্ছে। সঙ্গে আছে চরম অর্থনৈতিক সংকট। সবমিলিয়ে দেশটিতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অর্থের অভাবে হাঁসফাঁস করছে দিশেহারা লঙ্কানরা। এরমধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভেও টান পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ আমদানিও করতে পারছে না দ্বীপ রাষ্ট্রটি। ফলে অনেক জীবন রক্ষাকারী ওষুধ পাওয়া যাচ্ছে না ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া আর বড় ভাই প্রধানমন্ত্রী মাহেন্দা রাজা পাকসের দেশে। আর এসবের জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছে দেশটির জনগণ। জ্বালানির জন্য লাইনে দাঁড়ানো কলম্বোর এক গৃহিণী বলেছেন, ‘পাঁচ ঘণ্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি।’ রান্না করার স্টোভের জন্য জ্বালানি নিতেই তাকে এই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ১৯৪৮ সালের স্বাধীনতাপরবর্তী সময়ে দেশটি সবচেয়ে ভয়ংকর অর্থনৈতিক সংকটের মুখে। কলম্বোর থিঙ্কট্যাঙ্ক অ্যাডভোকাটা ইস্টটিউটের প্রধান পরিচালন কর্মকর্তা ধননাথ ফার্নান্দোর মতে, চলমান সংকটের কারণ পণ্য-ঘাটতি নয়, ডলারের ঘাটতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতেও চাপ সৃষ্টি হয়েছে। প্রকট হচ্ছে নগদ অর্থ সংকট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর