বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

অস্ত্রবিরতি ঘোষণা সৌদি জোটের

পবিত্র রমজান মাসে ইয়েমেনে অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। তারা মঙ্গলবার জানিয়েছে, তারা ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখতে পবিত্র রমজান মাসে সামরিক অভিযান বন্ধ রাখবে। হুতি অবশ্য সৌদির এই সিদ্ধান্তকে অর্থহীন বলে খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, দেশের বন্দরগুলো আগে পুরোপুরি খুলতে হবে। এর আগে জাতিসংঘের তরফে রমজানে অস্ত্রবিরতির আবেদন জানানো হয়েছিল। আগামী ২ এপ্রিল থেকে রমজান শুরু হওয়ার কথা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সকাল ৬টা থেকে ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ রাখার কথা জোটের। সৌদির নেতৃত্বাধীন জোটের মুখপাত্র বলেছেন, এই অস্ত্রবিরতিকে সফল করতে জোটের তরফ থেকে সব ধরনের চেষ্টা হবে। তারা রমজান মাসে শান্তি ও ইতিবাচক পরিস্থিতির পক্ষে। তারা চান, এই বিরোধ মিটে যাক। এদিকে হুতি বিদ্রোহীরা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, সানা বিমানবন্দরসহ অনেক বন্দর বন্ধ। জোট যদি বন্দরগুলো থেকে অবরোধ না তোলে তাহলে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা অর্থহীন।

সর্বশেষ খবর