শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চেরনোবিল থেকে সেনা সরাচ্ছে রাশিয়া!

ইউক্রেনের চেরনোবিল থেকে রাশিয়া সেনা সরাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথম দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নেয় রুশ বাহিনী। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের চেরনোবিল শহরে যে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল তা আজও ভোলেনি বিশ্ব। আপাতভাবে ৩১ জনের মৃত্যু হলেও বিস্ফোরণের ফলে সৃষ্ট তেজস্ক্রিয়তার কবলে পড়েছিলেন লাখ লাখ মানুষ। রাতারাতি এক জনবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চেরনোবিল। সেই চেরনোবিল এবার রাশিয়ার দখলে। উল্লেখ্য, মঙ্গলবার ইস্তানবুলে বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকরা। তারপরই কিয়েভে বড় আকারে সেনা তৎপরতা কমানোর ঘোষণা করে মস্কো। ফলে যুদ্ধ থামতে চলেছে বলেই মনে করছিলেন অনেকে।

কিন্তু উদ্বেগ বাড়িয়ে আমেরিকার দাবি, রাশিয়ার সেনা তৎপরতা কমানোর দাবি মিথ্যা। পাল্টা নতুন করে সেনা সাজাচ্ছে মস্কো।

সর্বশেষ খবর