শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাস্তার ওপরে মোমো বানালেন মমতা

কলকাতা প্রতিনিধি

শুধু রাজ্যই চালান না। গৃহিণী হিসেবেও খ্যাতি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার প্রমাণ দিলেন গতকাল। পাহাড়ি রাস্তার ধারে সুস্বাদু ‘মোমো’ বানালেন মমতা। গতকাল সকালের দিকে রাজ্যটির দার্জিলিং জেলার সিংমারি এলাকায় মর্নিং ওয়াকে বেরিয়ে সেই পাহাড়ের রাস্তার ধারেই একটি চা-কফি ও মোমোর দোকানে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়েন। সেখানে চা-কফি পান করার পরই পাশেই দেখতে পান যে, এক দল নারী মোমো বানাচ্ছেন। এরপরই মমতা বলে ওঠেন ‘দেখি, আমি মোমো বানাতে পারি কি না! আমিও বানাতে পারব। এরপর গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেখুন আমাদের ‘সেল্ফ হেলফ গ্রুপ’-এর নারীদের সঙ্গে মোমো বানালাম।’

 মমতা আরও বলেন, ‘আমার খাবার বানাতে খুব ভালো লাগে। ছোটবেলায় আমি ঘরের কাজ করেছি, ঘরের কাজ কে না করে?’ 

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারাও খুব খুশি। মমতার কাজের প্রশংসা করে স্বনির্ভর গোষ্ঠীর নারী সদস্যরা বলেন, ‘আপনি খুব ভালো বানিয়েছেন।’

তবে এবারই প্রথম নয়, এর আগে জেলা সফরে গিয়ে চায়ের দোকানে চা বানিয়ে নিজের দল তৃণমূল কংগ্রেস কর্মী ও প্রশাসনের লোকেদের চা বানিয়ে খাইয়েছিলেন। কখনো আবার গ্রামের হোটেলের হেঁশেলে ঢুকে সরাসরি খুন্তি নাড়াতেও দেখা গেছে তাঁকে।

সর্বশেষ খবর