শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আড়াই কোটি মানুষের সাংহাই এখন ভুতুড়ে শহর

আড়াই কোটি মানুষের সাংহাই এখন ভুতুড়ে শহর

লকডাউন পাহারায় রোবট কুকুর

গোটা বিশ্বেই আস্তে আস্তে করোনার ভয় থেকে বের হয়ে আসছে। কর্মচঞ্চল হয়ে উঠেছে প্রায় প্রতিটি শহর। কিন্তু এর ব্যতিক্রম ঘটছে চীনের অন্যতম ব্যস্ত নগরী সাংহাই। চীনে দুই বছর পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রুখতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে চীনের অন্যতম জনবহুল এ শহরে। ফলে দুই দিন ধরে স্তব্ধ হয়ে গেছে জনজীবন। সাংহাইয়ে প্রায় আড়াই কোটি মানুষের বাস। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে কেউই বাড়ি থেকে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি অফিস ও শিল্প প্রতিষ্ঠানগুলোও। সংহাইয়ের বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা অবাক করে দিয়েছে নেটিজেনদের। অনেকেই সাংহাইকে ভুতুড়ে শহর হিসেবে তুলনা করেছেন। সাংহাইয়ের কঠোর লকডাউনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আমেরিকার জনস্বাস্থ্য বিজ্ঞানী এরিক ফেইগল ডিং। ভিডিওটিতে দেখা যাচ্ছে সুনসান সাংহাই। রাস্তাঘাট জনমানবশূন্য। তিনি পরপর সাংহাইয়ের বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। যা দেখে অবাক হয়েছে নেটদুনিয়া। তবে সবচেয়ে বেশি আলোচিত একটি কুকুরের ভিডিও। এরিকের কথায় সাংহাইয়ে লকডাউনের কারণে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। তবে সবচেয়ে বেশি সমস্যা যাদের বাড়িতে কুকুর রয়েছে। কারণ লকডাউনের কারণে কুকুরদের আর বাড়ি থেকে বের করা যাচ্ছে   না। কিন্তু অবুঝ প্রাণীগুলো বাড়ি থেকে বের হওয়ার জন্য মরিয়া।  তবে এ অবস্থায় এক বাসিন্দা নতুন একটি উপায় দেখালেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কুকুরকে বেল্ট বেঁধে তিনতলা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। বেল্টের ফিতা অনেকটাই লম্বা। মাঠে নামতে পেরে বিশেষ উৎসাহী কুকুর।

 

সর্বশেষ খবর