মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আফিম চাষে নিষেধাজ্ঞা তালেবানের

আফিম চাষে নিষেধাজ্ঞা তালেবানের

পপি গাছ

বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। রবিবার তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা এক আদেশে বলেছেন, ‘তালেবানি শাসনে কোনোরকম নেশা করা যাবে না। এখন থেকে আফগানিস্তানের বাসিন্দাদের জন্য এ নিয়ম জারি থাকবে। এখন থেকে গোটা দেশে কোথাও গাঁজা-আফিমের মতো নেশার জিনিসের চাষ করা যাবে না।’ একই সঙ্গে এ নিয়ম লঙ্ঘিত হলে কী কী হতে পারে সে সম্পর্কেও হুঁশিয়ারি দিয়েছেন আখুন্দজাদা। তিনি বলেন, ‘গাঁজার চাষ শরিয়তবিরোধী। এ নিয়ম লঙ্ঘিত হলে কড়া সাজা দেওয়া হবে। বেআইনিভাবে গাঁজার চাষ করা হলে সঙ্গে সঙ্গে সব ফসল আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

জাতিসংঘের হিসাবে ২০১৭ সালে আফগানিস্তানে মোট ১৪০ কোটি ডলার মূল্যের পপি উৎপাদন হয়েছিল।

দেশটির অর্থনৈতিক দুর্দশার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দারা পপি চাষ শুরু করেছেন। পপি দ্রুত জন্মায়, এর চাষে লাভও অনেক। হেলমান্দের এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে সম্প্রতি রয়টার্সকে জানান, তালেবান চাষ নিষিদ্ধ করতে পারে এমন গুজবের জেরে আগেই পপির দাম দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু পরিবারের ভরণপোষণের জন্যই বাধ্য হয়ে পপি চাষ করতে হয় বলে জানান ওই কৃষক। ‘অন্য ফসলে কোনো লাভ আসে না,’ জানান তিনি।

সর্বশেষ খবর