বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দ. কোরিয়াকে নিশ্চিহ্ন করতে পারে উ. কোরিয়া

কিমের বোনের হুমকি

দ. কোরিয়াকে নিশ্চিহ্ন করতে পারে উ. কোরিয়া

উত্তর কোরিয়া চাইলে যেকোনো সময় তার পরমাণু অস্ত্রের ভান্ডার ব্যবহার করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে ‘নির্মূল’ করে দিতে পারে! মঙ্গলবার এ হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই একের পর এক ভয়ংকর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া। এ প্রেক্ষাপটে সম্প্রতি উত্তর কোরিয়ার সমালোচনা করেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সু উক। তারপরই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কিমের বোন। গত তিন দিনে এ নিয়ে দ্বিতীয়বার পড়শি দেশকে হুমকি দিলেন তিনি। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপ্রধান সুহ উকের করা একটি মন্তব্যের জেরে গত তিন দিনের মধ্যে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কিম ইয়ো জং। সুহ উকের এ মন্তব্যের জবাবে গত দ্বিতীয় দফার প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর একটি দেশের বিরুদ্ধে আগাম হামলা নিয়ে আলোচনা করাটা সুহর জন্য একটি খুব বড় ভুল। তাঁর সাফ কথা, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করর ক্ষমতা উত্তর কোরিয়ার আছে! কিম ইয়ো জংয়ের কথায়, ‘যদি দেখা যায় দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সামরিক লড়াইয়ের পথে হাঁটতে চাইছে, তাহলে আমাদের পরমাণু প্রতিরক্ষা বাহিনী অবশ্যই তাদের কর্তব্য পালন করবে।’ প্রসঙ্গত, ইয়ো জং পিয়ংইয়ংয়ের অন্যতম প্রধান নীতিনির্ধারকও বটে।

তিনি দেশের অন্যতম ক্ষমতাধর নারী।

সর্বশেষ খবর