বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কায় বিক্ষোভ চলছেই পদত্যাগে নারাজ রাজাপক্ষে

জরুরি আইন প্রত্যাহার

শ্রীলঙ্কায় বিক্ষোভ চলছেই পদত্যাগে নারাজ রাজাপক্ষে

গোতাবায়া রাজাপক্ষে

শ্রীলঙ্কায় গণবিক্ষোভ চলছেই। তা সত্ত্বেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগে নারাজ। পার্লামেন্টে সরকারি দলের হুইপ জনস্টোন ফের্নান্দো জানিয়েছেন, ‘এ পরিস্থিতিতে দায়িত্বশীল সরকার হিসেবে প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করবেন না।’ এদিকে গতকাল এক সরকারি গেজেটে জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া।

খবরে বলা হয়, অন্যতম শরিক পদুজানা পেরামুনা দলের ৪০ জনের বেশি সংসদ সদস্য মঙ্গলবার রাজাপক্ষের দল ছেড়েছেন। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ক্ষমতাসীনরা। এর পরও প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া পদত্যাগ করছেন না। যদিও অর্থনৈতিক সংকটে অতিষ্ঠ হয়ে হাজারো শ্রীলঙ্কান রাস্তায় নেমে এসেছেন। তারা দ্রুতই গোতাবায়ার পদত্যাগ দাবি করছেন। বিরোধীরাও গোতাবায়াকে পদত্যাগ করতে বলছেন।

উল্লেখ্য, তীব্র লোডশেডিং, গ্যাস সংকট, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাব; সঙ্গে জীবন রক্ষাকারী ওষুধের অভাবও ভয়াবহ আকার ধারণ করেছে দেশটিতে। ফলে জনরোষের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ছাড়া গোতাবায়ার মন্ত্রিপরিষদের সব সদস্যই পদত্যাগ করেছেন।

সর্বশেষ খবর