রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রুশ কয়লা আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

রাশিয়ার কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার আট কূটনীতিককে বহিষ্কার এবং রাশিয়ার কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। কিশিদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ক্রমাগত বেসামরিক লোকজনকে হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে ক্রমাগত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জাপান। এ বিষয়ে কিশিদা বলেন, ইউক্রেনের পাশে আছে জাপান। ভারত ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ জাপান। দেশটিতে কয়লা আমদানির ১১ শতাংশই আসে রাশিয়া থেকে। এর আগে রাশিয়ার চার কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহে ইউরোপের বেশ কিছু দেশও এমন পদক্ষেপ নেয়। সম্প্রতি ফ্রান্স, ইতালি বা জার্মানি বলেছে যে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই তারা এমন পদক্ষেপ নিয়েছে।

তবে অস্ট্রেলিয়ার মুখপাত্র আলেক্সান্ডার স্কালেনবার্গ অবশ্য এমন কিছু জানাননি। তার আগে ৬৭ রুশ নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বৃহস্পতিবার জানান, ইউক্রেনে মস্কোর আক্রমণকে কেন্দ্র করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর