সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আবার কি ম্যাক্রোঁ

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে ফ্রন্টরানার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও উগ্র ডানপন্থি নেত্রী মেরি লা পেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করছেন ম্যাক্রোঁ। যদি সফল হন তাহলে ২০ বছরের মধ্যে প্রথমবার তিনি হবেন ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রেসিডেন্ট। এর আগে দ্বিতীয় মেয়াদে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক। এ নির্বাচনে মেরি লা পেনের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও এখন তেমনটা নেই ম্যাক্রোঁর। মেরি লা পেন শক্তিশালী প্রচারণার মাধ্যমে নিজেকে উদার রাজনীতিক হিসেবে তুলে ধরেছেন। তবে এবার বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আবার বিজয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে জরিপে। মেরি লা পেনের চেয়ে কয়েক পয়েন্টে এগিয়ে রয়েছেন মাক্রোঁ। প্রথম রাউন্ডে কোনো একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে দুই সপ্তাহ পর (২৪ এপ্রিল) আরেকটি ভোট হবে। তাতে জয়ী প্রার্থীই হবেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট।

কিন্তু ভোটাররা আসলে কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছেন? বিষয়টি নিয়ে কাজ করেছে ডয়চে ভেলের বাংলা বিভাগ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভোট কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট নিয়োগের সুযোগ থাকলেও দলগুলো সাধারণত তেমন কোনো পোলিং এজেন্ট কেন্দ্রে নিয়োগ করে না। শহর পরিচালনা কর্তৃপক্ষই এ নির্বাচনের প্রক্রিয়া দেখভাল করে। ভোট দিতে যাওয়া ফরাসি নাগরিকদের কাছে ডয়চে ভেলের প্রশ্ন ছিল, ভোট দেওয়ার সময় প্রার্থী বাছাইয়ে ভোটাররা কোন বিষয়টি নজরে রাখেন। একজন ভোটার জানান, যার রাজনৈতিক অভিজ্ঞতা বেশি, তাকেই ভোট দিব। গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। এরপরই চূড়ান্ত ফল ফরাসি টেলিভিশনগুলোতে প্রচার হওয়ার কথা আছে। ২০১৭ সালে ভূমিধস বিজয় পান বর্তমান প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রোঁ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর