শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমজানে পূর্ণিমায় তাজমহল দেখায় নিষেধাজ্ঞা

কলকাতা প্রতিনিধি

পবিত্র রমজানে এপ্রিল মাসে পূর্ণিমার রাতে তাজমহল দর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চলতি মাসে পূর্ণিমা ১৬ এপ্রিল। ভারতের শীর্ষ আদালতের নির্দেশে সাধারণত পূর্ণিমার রাতে তাজমহল দেখার জন্য এক দিন আগেই টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু রমজানের কারণে রাতের তাজ দর্শনের সুবিধা বাতিল করা হয়েছে।

কারণ মুসলমানরা তাজমহলের আঙ্গিনায় অবস্থিত মসজিদে নামাজ পড়তে যান- যা রমজান মাসে গভীর রাত পর্যন্ত চলে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য তাজমহল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। তবে রমজানে পূর্ণিমার রাতে তাজের ভিতর প্রবেশ করতে না পারলেও যমুনা নদীর ওপারে ‘মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট’ থেকে দর্শকরা তাজের শোভা দেখতে পারবেন।

২০০৪ সালে তাজমহল কর্তৃপক্ষ পূর্ণিমার রাতে তাজমহল দেখানোর ব্যবস্থা শুরু করে। রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতি ৫০ জন পর্যটকের একটি গ্রুপকে আধা ঘণ্টার জন্য পূর্ণিমার রাতে তাজমহলের শোভা দর্শনের জন্য সময় দেওয়া হয়ে আসছে। মূলত পূর্ণিমার রাতের আগের দুই রাত ও পরের দুই রাতের জন্যই এই টিকিট পাওয়া যেত।

সর্বশেষ খবর