রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
উপনির্বাচন

পশ্চিমবঙ্গে দুই আসনে তৃণমূল জয়ী অন্য তিন রাজ্যেও বিজেপির হার

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ‘আসানসোল’ লোকসভা আসনে এবং কলকাতার ‘বালিগঞ্জ’ বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিহারে একটি মাত্র বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী। ছত্তিশগড় ও মহারাষ্ট্রে দুটি বিধানসভা আসনের উপনির্বাচনেও কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন।

আসানসোল আসনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ৩ লাখ ৫৪৪ ভোটে তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে। শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৬ লাখ ৫২ হাজার ৫৮৬ ভোট, সেখানে অগ্নিমিত্রা পাল পান ৩ লাখ ৫২ হাজার ৪২ ভোট। ২০১৪ ও ২০১৯ সালে পরপর দুবার আসানসোল লোকসভা আসনে সংসদ সদস্য ছিলেন বাবুল সুপ্রিয়। এরপর মোদি মন্ত্রিসভায় মন্ত্রীও হন তিনি। যদিও ২০২১ সালের ৭ জুলাই মোদি মন্ত্রিসভার সম্প্রসারণে জায়গা না পাওয়ায় একরাশ অভিমান নিয়ে বিজেপির সংস্পর্শ ত্যাগ করেন এবং সাংসদ পদেও ইস্তফা দেন তিনি। পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপর আসনটি এত দিন শূন্য ছিল। বালিগঞ্জ বিধানসভা আসনে ভালো ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বাবুল ২০ হাজার ৫৬ ভোটে হারিয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিন ভারতের আরও তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনা ছিল। কিন্তু তার কোনোটিতেই সুবিধা করতে পারেনি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। বিহারের ‘বোচাহান’ বিধানসভা আসনে জয়ী হয়েছেন রাষ্ট্রীয় জনতা দল প্রার্থী অমর কুমার পাসওয়ান। অন্যদিকে মহারাষ্ট্রের ‘নর্থ কোলাপুর’ বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী জয়শ্রী যাদব এবং ছত্তিশগড়ের ‘খাইরাগড়’ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী যশোধা ভার্মা।

সর্বশেষ খবর