সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
ডেপুটি স্পিকারকে কিল-ঘুসি

হট্টগোলের মধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজের ছেলে

হট্টগোলের মধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজের ছেলে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ। এই নির্বাচন ঘিরে শনিবার কার্যত ‘কুস্তিগারে’ পরিণত হয় পাঞ্জাব অ্যাসেম্বলি। হামজা মুখ্যমন্ত্রী হওয়ার আগে চরম হেনস্তার শিকার হন ডেপুটি স্পিকার দোস্ত মহম্মদ মাজারি। তাঁকে ঘিরে ধরে রীতিমতো কিল, ঘুসি মেরেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সদস্যরা! পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, প্রত্যাশা মাফিক মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ। ঠিক ছিল, শনিবারই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করা হবে। সেই অনুসারেই, এদিন পাঞ্জাব অ্যাসেম্বলিতে ভোটাভুটির প্রক্রিয়া শুরুর তোড়জোড় করেন ডেপুটি স্পিকার দোস্ত মহম্মদ মাজারি। কিন্তু তিনি আসন গ্রহণ করতেই খেপে ওঠেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা। মারমুখী পিটিআই প্রতিনিধিরা ঘিরে ধরেন ডেপুটি স্পিকারকে। তারপর শুরু হয় বেধড়ক মার! অ্যাসেম্বলির বহু সদস্য গোটা ঘটনা তাঁদের মোবাইলে রেকর্ড করেন এবং পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে হামলায় যুক্ত পিটিআই সদস্যদের গ্রেফতার করা হয়। তারপর শুরু হয় মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। ১৯৭টি ভোট পেয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন হামজা শরিফ। হামজার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রার্থী হয়েছিলেন পারভেজ ইলাহী। কিন্তু ডেপুটি স্পিকারের ওপর হামলার জেরে পিটিআই সদস্যদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর