সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা গ্রেফতার ১৪

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে হিন্দু-মুসলমান দাঙ্গায় জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এক টুইটে দিল্লি পুলিশ গ্রেফতারের এ খবর দেয়। দিল্লির শহরতলি জাহাঙ্গীরপুরিতে শনিবার দাঙ্গার এ ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজন আহত হন। ভারতে সাম্প্রতিক সময়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যদিও দেশটির সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, যদি গত কয়েক দিনের ঘটনা বাদ দিই তবে দেশে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অসহিষ্ণুতার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এমনটা বলা যাবে না। দ্য ইকোনমিক টাইমস পত্রিকাকে তিনি আরও বলেন, ‘দেশের শান্তি ও সমৃদ্ধি হজম করতে অক্ষম পাপাচারীরা ভারতের সর্বাঙ্গীন সংস্কৃতি এবং প্রতিশ্রুতিকে বদনাম করার চেষ্টা করছে।’

কয়েক দিন আগে হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির সময় দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমিষ খাবার পরিবেশন করা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। নবরাত্রি উৎসবের সময় হিন্দুরা আমিষ খাবার খায় না। এ বিষয়ে মন্ত্রী মুখতার বলেন, ‘জনগণ কী খাবে সেটা ঠিক করে দেওয়া সরকারের কাজ নয়। এই দেশের প্রত্যেক নাগরিকের তাদের নিজেদের ইচ্ছামতো খাবার খাওয়ার স্বাধীনতা আছে।’ হিজাব নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া উদ্বেগও উড়িয়ে দেন তিনি। বলেন, ‘ভারতে হিজাব পরা নিষিদ্ধ নয়। একজন চাইলেই বাজার বা অন্য কোথাও হিজাব পরতেই পারেন।’

সর্বশেষ খবর