সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আল আকসায় ফের ইসরায়েলি হামলা

ইসরায়েলের পুলিশ আবারও ফিলিস্তিনের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে। শুক্রবারের পর গতকাল হামলার পর কমপক্ষে দুজন ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আল জাজিরা জানায়, গতকাল ভোরে ফজরের নামাজের সময় ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ঠিক দুদিন আগে একই জায়গায় পরিচালিত এক অভিযানে ১০০ জনেরও বেশি মানুষকে আটক করে তারা।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানটিতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। জানা গেছে, ইসরায়েলি পুলিশ মসজিদ থেকে ফিলিস্তিনিদের বাইরে সরিয়ে দিয়েছে। ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রেডক্রসের কর্মীদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতেও বাধা দেওয়া হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইহুদিরা যাতে তাদের পবিত্র স্থান নির্বিঘ্নে পরিদর্শন করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য রবিবার মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে তারা। ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণের আশপাশে ব্যারিকেড দিয়েছে এবং পাথর জমিয়ে রেখেছে বলেও দাবি করে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর