সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নিষেধাজ্ঞা হুমকিকে পাত্তাই দিচ্ছেন না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি একের পর এক পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। আপাতত তিনি যে এ জাতীয় পরীক্ষা বন্ধ করবেন না তা আবারও স্পষ্ট করে দিলেন। গতকাল একটি নতুন অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যা কৌশলগত পারমাণবিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে বলে বলা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে। এই সংবাদ তারই ইঙ্গিত দিচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের সময় দেশটির নেতা কিম জং-উন হাসছেন এবং হাততালি দিচ্ছেন। উত্তর কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, নতুন ধরনের কৌশলগত নির্দেশিত অস্ত্র- সামনের সারির দূরপাল্লার আর্টিলারি ইউনিটের ফায়ারপাওয়ারকে ব্যাপকভাবে উন্নত করতে ও কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনায় দক্ষতা বাড়াতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সর্বশেষ খবর