মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে আটক করেছে রাশিয়া

ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে বন্দি করেছে রুশ সেনা। মস্কোর দাবি, ইউক্রেন ফৌজের হয়ে লড়তেই সেদেশে গিয়েছিলেন শন পিনার এবং এইডেন আসলিন নামে দুই ব্রিটিশ যোদ্ধা। রাশিয়ায় সরকারি টেলিভিশন ওই মারিউপোল শহরে বন্দি দুই ব্রিটিশ যোদ্ধার ছবি প্রকাশ করেছে। অভিযোগ করা হয়েছে, সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গোপনে সামরিক সাহায্য করছেন ইউক্রেনকে। আটককৃত সেনা শন পিনার জানিয়েছেন, তিনি প্রায় আট সপ্তাহ ধরে ইউক্রেনের হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। সাবেক রয়্যাল অ্যাংলিয়ান রেজিমেন্টের এ সৈনিক জানুয়ারিতে বলেছিলেন, পিনার মারিউপোল থেকে ১০ মাইল দূরের কোনো ঘাঁটিতে অবস্থান করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমনওয়েলথ কার্যালয় জানিয়েছে, আটক দুই ব্রিটিশ নাগরিককে সহায়তা দিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তবে, যুদ্ধের কারণে ইউক্রেনে ব্রিটিশ নাগরিকদের তথ্য সংগ্রহ এবং কনস্যুলার সেবা নিশ্চিত করা যুক্তরাজ্যের জন্য কঠিন হয়ে উঠেছে।

সর্বশেষ খবর