মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪৩

দক্ষিণ আফ্রিকায় এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। গত সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ডারবানে বন্যা দেখা দেয়। শহরটির বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে, ঘরবাড়ি ভেসে গেছে। ওই বাড়িগুলোয় থাকা মানুষও পানিতে ভেসে গেছে।

গতকাল ফ্রান্স টুয়েন্টিফোর জানায়, দেশটির বন্যাদুর্গত পূর্বাঞ্চলে শনিবারও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিঘ্নিত হচ্ছে আফ্রিকার ব্যস্ততম বন্দর ডারবানের কার্যক্রম। প্রাদেশিক এক আর্থিক কর্মকর্তা হিসেবে বন্যায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৬৮ কোটি ৪৬ লাখ ডলারের বেশি দাঁড়াবে।

সর্বশেষ খবর