বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির

মিয়ানমারের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির

মিয়ানমারের নেত্রী অং সান  সু চি। গত বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের পর বন্দি। সেই বন্দিদশা থেকে জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বন্দি হওয়ার পর তিনি এটাই দেশের জনগণের উদ্দেশে প্রথম কোনো বার্তা দিলেন। তার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য দিয়েছে। তবে ঠিক কী কারণে সু চি ঐক্যের আহ্বান জানিয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। তবে জান্তার সঙ্গে আপস বা সংলাপের কোনো ইঙ্গিত দেননি এই নেত্রী।

 নিরাপত্তাজনিত কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি রয়টার্স। এ নিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা তাতে সাড়া দেয়নি। আগামী সপ্তাহেই সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে বিচারের রায় দেওয়ার কথা। মামলার অভিযোগ অনুযায়ী, বিদেশি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে সোনা ও নগদ অর্থ নিয়েছিলেন সু চি। সু চি অবশ্য বরাবরই দাবি করে আসছেন, তিনি নির্দোষ।

সর্বশেষ খবর