শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নেটফ্লিক্স এখন কী করবে?

কমছে গ্রাহক শেয়ারে ধস

নেটফ্লিক্স এখন কী করবে?

করোনার ভর মৌসুমে তরতর করিয়ে বেড়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্সের গ্রাহক, বেড়েছে আয়। তবে করোনার প্রকোপ কমতেই কমতে শুরু করেছে মার্কিন কোম্পানিটির আয়, কমছে সাবসক্রাইবার। 

অবাক করা খবর হলো এক দিনেই নেটফ্লিক্সের শেয়ারের দাম ৩৭ শতাংশ কমেছে। গত বুধবার এ দরপতন হয়। বিশ্ব গণমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। গেল এক দশকের বেশি সময়ের মধ্যে এবারই প্রথম নেটফ্লিক্সের গ্রাহকসংখ্যা কমেছে। এ ঘোষণা দেওয়ার পরই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমটির শেয়ারের বড় দরপতন হয়েছে। নেটফ্লিক্স জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে তাদের ২ লাখ গ্রাহক কমেছে। বিপরীতে তাদের ধারণা ছিল এ সময়ে নেটফ্লিক্স আরও ২৫ লাখ নতুন গ্রাহক পাবে। কিন্তু সে লক্ষ্য পূরণের বদলে উল্টো ঘরছাড়া গ্রাহকের সংখ্যাই বেড়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে সম্প্রতি রাশিয়ায় কার্যক্রম বন্ধ করে দেয় নেটফ্লিক্স। এ কারণে প্ল্যাটফরমটি প্রায় ৭ লাখ গ্রাহক হারিয়েছে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরও ক্ষতির শঙ্কা আছে। রাশিয়ায় কার্যক্রম বন্ধ করা ছাড়াও বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে এমনটা হতে পারে। আগামী তিন মাসে আরও ২০ লাখ গ্রাহক হারানোর শঙ্কা করছে প্ল্যাটফরর্মটি। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর