শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কপ্টারে চড়ে রোজ অফিসে যেতেন ইমরান

কপ্টারে চড়ে রোজ অফিসে যেতেন ইমরান

তিন বছর আট মাস প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান নিজের বাড়ি বানিগালা থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ে যেতেন কপ্টারে চড়ে। আর তার জন্য সে দেশের কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ৯৮ কোটি রুপি। এমন চাঞ্চল্যকর তথ্যই এবার সামনে আনলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। গদিচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে এটি একটি। কদিন আগেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া একটি নেকলেস নাকি ১৮ কোটি টাকায় বিক্রি করেছেন ইমরান। সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এক পরিসংখ্যানের বরাতে খবরে বলা হয়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৯৮ কোটি রুপির বেশি খরচ হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ভ্রমণের পেছনে। পাকিস্তানে হেলিকপ্টারের ঘণ্টাপ্রতি ভাড়া দুই লাখ ৭৫ হাজার রুপি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইমরান খানের বাসভবনের দূরত্ব ১৫ কিলোমিটার। এ দাবির স্বপক্ষে যে যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে তাও উল্লেখ করেছেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ইমরান সরকার প্রাকৃতিক গ্যাস খাতে বিপুল টাকার সার্কুলার ঋণ নিয়েছে। অনাস্থা ভোটে গদি হারানোর পর পাকিস্তানে টালমাটাল পরিস্থিতি চলছে।

সর্বশেষ খবর