শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ব্রিটেন-ভারতের প্রতিরক্ষা চুক্তি

প্রতিরক্ষা এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে ঐকমত্যে পৌঁছেছে ভারত এবং ব্রিটেন। দিল্লি সফরের দ্বিতীয় দিনে গতকাল ভারতীয় প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে বৈঠকে এ বিষয়ে সম্মত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস বলেন, দ্বিপক্ষীয় মুক্ত-বাণিজ্য চুক্তি আগামী অক্টোবর নাগাদ সম্পন্ন হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারতের রাজধানী দিল্লি সফরে এসেছেন বরিস জনসন। সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং নিরাপত্তার ইস্যুতে আরও জোর দেন বরিস।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন মন্তব্য করেছেন, যুদ্ধ এই মুহূর্তে অস্পষ্ট (আনপ্রেডিক্ট্যাবল) হলেও রাশিয়ার জয়ের ‘বাস্তব সম্ভাবনা; আছে। তিনি বলেন, পুতিন এই মুহূর্তে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছেন। কারণ তিনি বিপর্যয়পূর্ণ ভুল করেছেন। এখন তার সামনে একটা মাত্র অপশন আছে তা হলো, আর্টিলারি ব্যবহার করে ইউক্রেনকে চূর্ণ করার চেষ্টা করা। মারিউপোলে রাশিয়া ২০১৪ সালে দখল করে নেওয়া ক্রিমিয়ার সঙ্গে স্থল সেতু নির্মাণের খুব কাছাকাছি রয়েছে মন্তব্য করে বরিস জনসন বলেন, পরিস্থিতি এখনো অনিশ্চিত। তবে তিনি (বরিস জনসন) কিছুটা উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।

সর্বশেষ খবর