শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দুই কোরীয় নেতার চিঠি চালাচালি

দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বন্ধুত্বপূর্ণ চিঠি বিনিময় হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, দুই কোরিয়ার সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখায় প্রেসিডেন্ট মুন জে ইনকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। কোরীয় উপদ্বীপে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে একে অপরকে চিঠি দিয়েছেন তারা। গতকাল দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড জানায়, কিম জং উন এক চিঠিতে দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে বলেছেন, দুই পক্ষ আন্তরিক হলে কোরীয়দের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে। মুনের বিদায়ী চিঠির জবাবে বৃহস্পতিবার কিম এমন মন্তব্য করেন। গত পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় কিমের সঙ্গে মুনের তিনবার এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে দুবার শীর্ষ সম্মেলন হয়।

সর্বশেষ খবর