রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তানে ফের মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৩

ক্ষণে ক্ষণে হামলায় কেঁপে উঠছে আফগানিস্তান। ৩৬ ঘণ্টায় ছয়বার হামলা চালানো হয়েছে তালেবান শাসিত এ দেশে। সর্বশেষ এ হামলাটি চালানো হয় উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলায় মাওলাভি সিকন্দর মসজিদে। ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকটি শিশুসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তালেবানের দাবি, ইতোমধ্যেই জঙ্গি গোষ্ঠী আইএস-কে এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তবে দেশটির একাধিক সূত্র বলছে, আইএস-কে আদতে দুটি হামলার কথা স্বীকার করেছে। শুক্রবারের এ হামলাকে জাতিসংঘ ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ উপপ্রতিনিধি রমিজ আলাকবারোভ একটি টুইটে বলেছেন, ‘অবিলম্বে এ হত্যাকা  বন্ধ এবং এ ঘটনার ন্যায়বিচার হওয়া উচিত।’

গত আগস্টে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই স্থানীয় ইসলামিক স্টেটের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত তালেবান। গত অক্টোবরে কুন্দুজের শিয়া মসজিদে ৫০ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছিল স্থানীয় আইএস-কে। নভেম্বরে পূর্বাঞ্চলের নানগড়হার প্রদেশে আইএস-কের গোপন ঘাঁটিগুলোতে হামলা চালায় তালেবানের গোয়েন্দা ইউনিট।

সর্বশেষ খবর