রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার গ্যাস বন্ধে জার্মানিতে মন্দার আশঙ্কা

ইউরোপের বেশির ভাগ শিল্পোন্নত দেশের কারখানা চলে রাশিয়ার গ্যাসে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তবে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বলেছে, রাশিয়া থেকে গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে জার্মানি মন্দার কবলে পড়তে পারে। শুক্রবার জার্মানির কেন্দ্রীয় ব্যাংক এ আশঙ্কার কথা জানিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মন্দার কবলে পড়লে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির অর্থনীতি করোনাভাইরাসের প্রথম বছরের তুলনায় কম সংকুচিত হবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপীয় ইউনিয়নের দ্রুত নিষেধাজ্ঞার ফলে এ বছর জার্মানির ১৬৫ বিলিয়ন বা ১৬ হাজার ৫০০ কোটি ইউরোর সমপরিমাণ উৎপাদন কমতে পারে বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ফলে প্রাকৃতিক গ্যাসের দাম সবচেয়ে বেশি বাড়তে পারে। কারণ, রাশিয়ার গ্যাসের বিকল্প ব্যবস্থা করা সত্যিই কঠিন।

সর্বশেষ খবর