মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শেষে ফিরলেন তারা

অবশেষে গতকাল পৃথিবীতে ফিরছেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিকভাবে পরিচালিত মিশনের নভোচারী তারা। এ মিশনের নেতৃত্ব দিয়েছেন নাসার সাবেক নভোচারী মাইকেল লোপেজ-আলেগ্রিয়া। তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আবাসন খাতের ব্যবসায়ী ল্যারি কনর, কানাডার ব্যবসায়ী মার্ক প্যাথি ও ইসরায়েলি উদ্যোক্তা ইতান স্টিবল। এ মিশনে তারা কয়েক কোটি ডলার অর্থ ব্যয় করেছেন। অ্যাক্সিওম স্পেসের আয়োজনে তিন ব্যবসায়ী ও নাসার সাবেক এক নভোচারী ঐতিহাসিক মিশনে অংশ নিয়ে দুই সপ্তাহের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। গত ৮ এপ্রিল ইলন মাস্কের স্পেসএক্সে বিশেষ রকেটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এরা মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করেন।

এই নভোচারীদের মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন থাকার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে কয়েক দফার ফিরতে পারেননি। অবশেষে গতকাল ফিরলেন। অ্যাক্সিওমের এ মিশনের আগে ইতোমধ্যে বু অরিজিন ও ভার্জিন গ্যালাক্টিক নামের সংস্থা মহাকাশে যাত্রী পরিবহন করে মনোযোগ আকর্ষণ করেছে।

সর্বশেষ খবর