বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ নিহত ৪

ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। এবার বিশ্ববিদ্যালয়ে। গতকাল দুপুরে করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে ওই বিস্ফোরণ ঘটেছে। চত্বরের অন্দরে কনফুসিয়াস ইনস্টিটিউটের একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ওই বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত অনেক। জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি সাদা ভ্যানের ভিতরেই বিস্ফোরক ছিল। বিস্ফোরণের পরে দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ভ্যানের মধ্যে অন্তত সাত থেকে আটজন ছিল বলে পুলিশ জানিয়েছে।

এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে এ-ও ধারণা করছে, হয়তো গাড়ির গ্যাস সিলিন্ডার ফেটেও ওই বিস্ফোরণ ঘটতে পারে।

জানা গেছে, হতাহতরা কনফুসিয়াস ইনস্টিটিউটে ফিরছিলেন। বিদেশি ভাষা শেখানো হয় ওই ইনস্টিটিউটে।

সর্বশেষ খবর