রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

টাইমের প্রচ্ছদে জেলেনস্কি

টাইমের প্রচ্ছদে জেলেনস্কি

আমেরিকার সাপ্তাহিক ম্যাগাজিন টাইমের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে উঠে এসেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধে দীর্ঘ দুই মাসের বেশি কঠিন সময়ে দেশকে কীভাবে নেতৃত্ব দিয়েছেন, সে বিষয়ে টাইমের প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সিমন শুস্টার। ‘হাউ জেলেনস্কি লিডস : ইনসাইড দ্য কম্পাউন্ড উইথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড হিজ টিম’ শিরোনামে ওই প্রচ্ছদ করেছে টাইম। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কিছু দেশের সহায়তার প্রস্তাবের ব্যাপারে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমাবর্ষণ তাকে যতটা বিরক্ত করেছে, ইউক্রেন নিয়ে বিশ্বের মনোযোগ তাকে ঠিক ততটাই বিরক্ত করেছে। তিনি বলেছেন, ‘লোকজন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যুদ্ধ দেখেছেন। তারা যখন এটি দেখে ক্লান্ত হয়ে পড়ছেন, তখন তারা এটি এড়িয়ে চলছেন। প্রচুর রক্তপাত হচ্ছে।’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহের দিকে জেলেনস্কি সূর্যোদয়ের সময়ে জেনারেলদের কাছ থেকে প্রত্যেক দিনের হালনাগাদ রিপোর্ট চাইতেন।

সর্বশেষ খবর