রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনের বেশি মুসল্লি নিহত হয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেসমুল্লা হাবিব বলেন, শুক্রবার জুমার নামাজের পর বিকালের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে খালিফা সাহিব মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে। সরকারিভাবে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

সুন্নি ওই মসজিদটিতে শুক্রবারের নামাজের পর জিকিরের জন্য সমবেত মুসল্লিদের ওপর এ হামলা হয়। মসজিদের ইমাম সৈয়দ ফজিল আগা বলেছেন, ওই জমায়েতে কোনো আত্মঘাতী বোমা হামলাকারী ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেই তারা মনে করছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। চারপাশে কেবল লাশ আর লাশ।’ নিহতদের মধ্যে নিজের ভাতিজাও ছিল জানিয়ে সৈয়দ আগা বলেন, ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার প্রিয়জনকে হারিয়েছি।’ স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি আহত মানুষজনকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে দেখেছেন।

 

সর্বশেষ খবর