শিরোনাম
শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

ইউক্রেন অভিযানের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল রাশিয়া

ইউক্রেন অভিযানের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল রাশিয়া

রাশিয়ার সামরিক বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে বাল্টিক সাগরের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালিয়েছে। এ মহড়ার মধ্য দিয়ে মস্কো পশ্চিমা দেশগুলোর প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো জোরালোভাবে কিয়েভ সরকারকে সমর্থন দিচ্ছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের মহড়ার মধ্য দিয়ে রাশিয়া পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের সম্ভাব্য বিস্তৃতি সম্পর্কে সতর্কতা সংকেত দিতে চেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে রাশিয়া ইলেকট্রনিক লঞ্চারের সাহায্যে পরমাণু ক্ষমতাসম্পন্ন ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে।

সর্বশেষ খবর