শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর পশ্চিমাদের পক্ষে অবস্থান নেওয়া, মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা এবং ইউক্রেন বাহিনীকে সামরিক সরঞ্জাম পাঠানোর কারণে জাপানি প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিকের ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র : রয়টার্স।

গত বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় প্রধানমন্ত্রী কিশিদাসহ ৬৩ জাপানি নাগরিকের ওপর রাশিয়ায় প্রবেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার তালিকায় জাপানি প্রধানমন্ত্রী কিশিদা ছাড়াও আছেন পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি ও চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাৎসুনোসহ জাপানের পার্লামেন্টের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সদস্য। এ ছাড়া রাশিয়ার সমালোচক হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিক, শিক্ষাবিদ ও গবেষককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জাপানের রুশবিরোধী ‘বাগাড়ম্বর হচ্ছে বৈরিতার নজিরবিহীন এক দৃষ্টান্ত।’ উল্লেখ্য, জাপান এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং পুতিনের পরিবার ও ঘনিষ্ঠ মহলের অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। জাপান তাদের সম্পদ জব্দেরও ঘোষণা দেয়। এর জবাবে রাশিয়াও উপরোক্ত পাল্টা পদক্ষেপ নিল।

সর্বশেষ খবর