শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনকে দূরপাল্লার হাউইটজার কামান দিচ্ছে জার্মানি

ইউক্রেনকে দূরপাল্লার হাউইটজার কামান দিচ্ছে জার্মানি

জার্মানি ইউক্রেনকে সাতটি দূরপাল্লার স্বচালিত হাউইটজার কামান সরবরাহ করবে বলে জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ কামানের ওপর ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ আগামী সপ্তাহে জার্মানিতে শুরু হতে পারে।

ন্যাটো দেশগুলো এখন পর্যন্ত ইউক্রেনে যেসব ভারী অস্ত্র পাঠিয়েছে তার বেশির ভাগই সোভিয়েত-নির্মিত অস্ত্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্ররা কিয়েভকে পশ্চিমা হাউইটজার সরবরাহ করতে শুরু করেছে। ইউক্রেনে পাঠানো ভারী আর্টিলারি সিস্টেমের নাম প্যানজারহাউবিটজ-২০০০ এবং একে জার্মান সামরিক বাহিনী তাদের বিশ্বের সবচেয়ে আধুনিক হিসেবে বর্ণনা করে। তাই এ অস্ত্র ইউক্রেনীয় সৈন্যদের কাছে পাঠানোর আগে তাদের প্রশিক্ষণ    নিতে হবে।

সর্বশেষ খবর