সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা
শ্রীলঙ্কা পরিস্থিতি

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরস্পরবিরোধী খবর

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরস্পরবিরোধী খবর

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে

শ্রীলঙ্কায় একদিকে অর্থনৈতিক ধসের কারণে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন, অন্যদিকে মানুষের বেঁচে থাকার সংগ্রাম। এর মধ্যে গতকাল মন্ত্রিপরিষদের বৈঠক হয়। এরপর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের আসন্ন পদত্যাগ নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক উঠলেও তার কার্যালয় থেকে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানানো হয়।

আবার বৈঠকে কয়েকজন মন্ত্রীর কথায় সায় দিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে রাজি হন বলেও খবর পাওয়া গেছে। যদিও প্রধানমন্ত্রী মাহিন্দাকে প্রেসিডেন্ট পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন এমন খবর বেরোনোর পর সেটিও অস্বীকার করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তবে রাজনৈতিক কয়েকটি সূত্র শনিবার সন্ধ্যায় জানান, মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট একমত প্রকাশ করেন। ওই মন্ত্রীরা বলেছিলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পথ সুগম করতে প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।

অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে বাড়তে থাকা অস্থিরতা নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার এ জরুরি বৈঠক ডেকেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার পত্রিকায় বলা হয়েছে, বৈঠকে কয়েকজন মন্ত্রী মত প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগই বিক্ষোভকারীদের শান্ত করতে পারে এবং এটাই অস্থিরতা প্রশমনের একমাত্র পথ। আবার প্রধানমন্ত্রীর সমর্থনেও বৈঠকে কয়েকজন মন্ত্রী কথা বলেছেন। তারা বলেন, চলমান পরিস্থিতির জন্য কেবল একা প্রধানমন্ত্রীকেই দায়ভার নিতে বলা উচিত নয়।

সর্বশেষ খবর