সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

হংকংয়ের নতুন নেতা চীনপন্থি জন লি

হংকংয়ের নতুন নেতা চীনপন্থি জন লি

হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন চীনপন্থি। তিনি ক্যারি লামের স্থলাভিষিক্ত হবেন। জন লি এর আগে নগরীর প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সাধারণত হংকংয়ের প্রধান নির্বাহী জনগণের ভোটে নির্বাচিত হন না, বরং তিনি প্রায় দেড় হাজার সদস্যের একটি ক্লোজ কমিটির ভোটে নির্বাচিত হন। এবারের নির্বাচনে লি ছিলেন একমাত্র প্রার্থী। প্রধান নির্বাহী নির্বাচনের জন্য গতকাল সকালে ভোটের আয়োজন করা হয় এবং লি এক হাজর ৪১৬ ভোট পান। মাত্র আটজন তার বিপক্ষে ভোট দেন। যেখানে ভোট হয়েছে সেখানে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ভোটের আগে ছোট একটি দল প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীদের একজন চান পো-ইয়ং বলেন, “আমরা বিশ্বাস করি আমরা হংকংয়ের অনেক মানুষের প্রতিনিধিত্ব করছি। যারা এভাবে চীনা স্টাইলে একজন মাত্র প্রার্থী নিয়ে নির্বাচন করার বিরুদ্ধে।”

সর্বশেষ খবর