মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্বকবির নোবেল পুরস্কার হারানো নিয়ে ক্ষোভ মমতার

কলকাতা প্রতিনিধি

বিশ্বকবির নোবেল পুরস্কার হারানো নিয়ে ক্ষোভ মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার হারিয়ে যাওয়াটা বড়ই অসম্মানের। এ তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন মমতা। ১৮ বছর আগে কবিগুরুর নোবেল পদক চুরি যায়। যা আজও উদ্ধার হয়নি। এ নিয়ে উষ্মা প্রকাশ করে মমতা বলেন, ‘আজকের কবিগুরুর শুভ জন্মদিনে এখনো আমার দুঃখ হয় যে তাঁর নোবেল প্রাইজটা আজও উদ্ধার হয়নি। দীর্ঘদিন হয়ে গেছে। এটা বামফ্রন্ট আমলের ঘটনা। সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছিল। সিবিআই সম্ভবত ওই তদন্ত ক্লোজ করে দিয়েছে। উল্লেখ্য, ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।  পুরস্কারটি রাখা ছিল শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সংগ্রহশালায়।

সর্বশেষ খবর