মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

নাগরিকত্ব না মেলায় ভারত থেকে পাকিস্তানে ফিরে গেলেন ৮০০ হিন্দু

ধর্মীয় নিপীড়নের কারণে নাগরিকত্ব পেতে প্রায় ৮০০ হিন্দু ভারতে এসেছিল। কিন্তু তা হয়নি। পরে রাজস্থান থেকে ২০২১ সালে তারা প্রতিবেশী দেশটিতে ফিরে যায়। ভারতের বেসরকারি সংস্থা সীমান্ত লোক সংগঠন (এসএলএস) এ কথা জানিয়েছে। এ সংগঠন ভারতে পাকিস্তানি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করে থাকে। তারা জানায়, নাগরিকত্ব আবেদনে কোনো অগ্রগতি না দেখে তাদের অধিকাংশই পাকিস্তানে ফিরে যান। এ অবস্থায় অনলাইন আবেদন প্রক্রিয়াটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুধু রাজস্থানেই নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় আছে ২৫ হাজার পাকিস্তানি হিন্দু। অনেকে প্রায় দুই দশক ধরে অপেক্ষা করছে।

২০১৮ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে নাগরিকত্ব আবেদনের প্রক্রিয়া শুরু করার পরও এমন ঘটনাকে ভারতের জন্য বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দিতে সাতটি রাজ্যে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। ধর্মভিত্তিক এ নাগরিকত্ব আইন দেশটির বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছিল। এ প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হলেও দ্য হিন্দু বলছে, মেয়াদ শেষ হয়ে যাওয়া পাকিস্তানি পাসপোর্ট গ্রহণ করছে না অনলাইনে।

সর্বশেষ খবর