বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

সবচেয়ে বড় সাদা হীরা নিলামে উঠছে

সবচেয়ে বড় সাদা হীরা নিলামে উঠছে

সাদা হীরাটির মতো আরও বেশ কয়েকটি হীরা ছিল। তবে স্ক্রিটির রেকর্ড অনুযায়ী একটি হলুদ হীরা বিক্রি হয়েছিল ৩৩.৭ মিলিয়ন ডলারে। ২০১৭ সালে এই ১৬৩.৪১ ক্যারেট হীরাটি আনা হয়েছিল। তবে তার থেকেই বেশি বড় আর উজ্জ্বল দ্য রক। বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা ‘দ্য রক’। আজই এবার নিলামে উঠবে। ইতোমধ্যেই এই হীরার দাম উঠেছে ৩ কোটি ডলার বা তারও বেশি। তবে আরও বেশি দামে এটি বিক্রি হবে বলেও আশা করা হচ্ছে। ২২৮.৩১ ক্যারেটের এই হীরে দ্য রক নামে পরিচিত।

 জেনেভায় ক্রিস্টির নিলাম ঘরের জুয়েলস বিভাগের প্রধান ম্যাক্স ফসেট বলেছেন, রক সত্যি ব্যতিক্রমী একটি হীরা।

 এটির কাটিং বা নকশা অন্যান্য হীরার থেকে আলাদা করে রেখেছে।

 তিনি আরও জানিয়েছেন, এটি এখন পর্যন্ত নিলামে ওঠা সব থেকে বড় সাদা হীরা। এর আগে একটি হলুদ রঙের হীরা নিয়ে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছিল রত্নপ্রেমীদের মধ্যে। দ্য রকের বর্তমান মালিক একজন আমেরিকান। তাঁর কাছেই দীর্ঘদিন রয়েছে এটি। তবে আজ নিলামে ওঠার সঙ্গে সঙ্গেই এটির দাম হু হু করে চড়বে বলেও আশা করেছেন বিক্রেতারা। এই সাদা হীরাটির মতো আরও বেশ কয়েকটি হীরা ছিল। তবে স্ক্রিটির রেকর্ড অনুযায়ী একটি হলুদ হীরা বিক্রি  হয়েছিল ৩.৭ কোটি ডলারে। ২০১৭ সালে এই ১৬৩.৪১ ক্যারেট হীরাটি আনা হয়েছিল। তবে তার থেকেই বেশি বড় আর উজ্জ্বল দ্য রক।

 

সর্বশেষ খবর