বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

গায়ে মোটা জ্যাকেট, কম্বলে জবুথবু পুতিনকে ঘিরে জল্পনা

গায়ে মোটা জ্যাকেট, কম্বলে জবুথবু পুতিনকে ঘিরে জল্পনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা ঘিরে কৌতূহল ক্রমেই বাড়ছে। গত মার্চ মাসে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ দাবি করে পুতিন ক্যান্সারে আক্রান্ত। তারপর থেকে ক্রমেই সেই জল্পনা জোরালো হয়েছে। এবার রাশিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানের মঞ্চে পুতিনের ‘অস্বাভাবিক’ আচরণ ঘিরে সেই আলোচনা আরও বেড়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- ক্যান্সারের পাশাপাশি পার্কিনসনসের মতো অসুখেও আক্রান্ত পুতিন। আর তার ফলে ক্রমেই তার শারীরিক অস্থিরতা বাড়ছে। ওইদিন দেখা যায়, রেড স্কোয়ারে কুচকাওয়াজ চলাকালীন মঞ্চে বসে থাকা পুতিনের পরনে ছিল সবুজ রঙের মোটা বোমারু জ্যাকেট। যেখানে মঞ্চে বসা বাকিদের শরীরে হালকা শীতপোশাক ছিল, সেখানে পুতিনের গায়ে ওই জ্যাকেটের পাশাপাশি কোলের ওপরে ভাঁজ করে রাখা ছিল কম্বলও। অথচ সেদিনের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সেদেশের হিসাবে মোটেই খুব একটা শীতের দিন নয়। দোর্দণ্ড প্রতাপ রাষ্ট্রনায়ককে সব মিলিয়ে বেশ জবুথবু দেখাচ্ছিল। হাত দুটি ভাঁজ করে রাখা ছিল কম্বলের ওপর। তাকে মাঝেমধ্যে কাশতেও দেখা গেছে। এমনকি, তিনি ঈষৎ খুঁড়িয়ে হাঁটছিলেন বলেও দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্যকর খবর। তাতে দাবি করা হয়েছিল, ইউক্রেন যুদ্ধের মধ্যেই নাকি অস্ত্রোপচারের জন্য দ্রুত লোকচক্ষুর আড়ালে চলে যাবেন ক্যান্সার আক্রান্ত পুতিন। তার অনুপস্থিতিতে দেশের রাশ থাকবে রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পেত্রোশেভের হাতে।

 

সর্বশেষ খবর