শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

সবচেয়ে দামি কোম্পানির খেতাব হারাল অ্যাপল

সবচেয়ে দামি কোম্পানির খেতাব হারাল অ্যাপল

প্রযুক্তি দুনিয়ায় সব থেকে মূল্যবান ও দামি প্রতিষ্ঠানের খেতাব হারাল অ্যাপল। বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ার কমেছে ৫ শতাংশ। আমেরিকান এই বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি ২০২০ সালের পর এই প্রথম শীর্ষ অবস্থান ধরে রাখে। তাদের জায়গা দখল করে নিয়েছে সৌদি আরবের তেল বাজারজাতকারী প্রতিষ্ঠান আরামকো। চলতি বছরের শুরু থেকেই অ্যাপলের শেয়ার পতন হতে থাকে। গত চার মাসে প্রায় ২০ শতাংশ শেয়ার পতন ঘটেছে প্রতিষ্ঠানটির।

এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় শীর্ষে পৌঁছেছে আরামকো। এভাবে চলতে থাকলে চলতি বছরের মধ্যে দ্বিতীয়স্থানও হারাবে অ্যাপল।

 

সর্বশেষ খবর