শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন মাস্ক

টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন মাস্ক

টুইটার কেনার জন্য বিপুল ঋণ নিয়েছিলেন ইলন মাস্ক। তা শোধ করার জন্য কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিতও দিয়েছিলেন আমেরিকার এ ধনকুবের। কিন্তু সপ্তাহ দুই না ঘুরতেই ইলন মাস্ক জানিয়ে দিলেন, ৪৪ বিলিয়ন ডলারের (প্রায় ৩ লাখ ৮১ হাজার কোটি টাকা) টুইটার অধিগ্রহণ করার চুক্তি আপাতত স্থগিত করেছেন তিনি। মাস্ক বলেন, ‘ভুয়া অ্যাকাউন্ট ও স্প্যামের বিষয়ে কিছু হিসাব-নিকাশের কারণে টুইটার চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।’ মাস্কের এ ঘোষণার পর টুইটারের শেয়ারের দাম ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এক টুইটে ইলন মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি স্থগিত থাকবে। ভুয়া অ্যাকাউন্ট নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। নতুন ত্রৈমাসিকে ১ কোটি ৩০ লাখ নতুন টুইটার ব্যবহারকারী বেড়েছে। যা মহামারি করোনার পর সর্বোচ্চ বলে জানাচ্ছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তার মধ্যে মাস্কের টুইটার কেনার আগে পর্যন্ত সংস্থাটি কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন, মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপন দাতারা আর টুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়। যদিও গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান ইলন মাস্ক।

সর্বশেষ খবর