শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

উইঘুর নির্যাতন নিয়ে চীনের গোপন তথ্য ফাঁস

উইঘুর নির্যাতন নিয়ে চীনের গোপন তথ্য ফাঁস

চীনে প্রবল নির্যাতিত সংখ্যালঘু উইঘুর মুসলমানরা। এ নিয়ে গোটা বিশ্বই সরব। প্রতিবাদ জানাচ্ছে দীর্ঘদিন। কিন্তু চীন এই অভিযোগকে পাত্তাই দেয় না। তারপরও বারবারই বেইজিংয়ের নানা আপত্তিকে উড়িয়ে প্রকাশ্যে এসেছে উইঘুরদের দুরবস্থার ছবি। এবার ফের সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত চীনের কিছু গোপন নথি ফাঁস হয়েছে। সেই নথি থেকে জানা গেছে, কীভাবে হাজার হাজার উইঘুর বন্দি করে রেখেছে চীন।

ওয়াশিংটনের ‘ভিক্টিম্স অব কমিউনিজম মেমোরিয়াল ফাউন্ডেশনের চীন বিশেষজ্ঞ আদ্রিয়ান জেনস জানিয়েছেন, সম্প্রতি চীনের উইঘুর নির্যাতন সংক্রান্ত ১৩৭ পাতার নথি ফাঁস হয়েছে। ওয়ার্ড বা এক্সেলে তৈরি ওই নথিতে রয়েছে বেশকিছু বিস্ফোরক তথ্য। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, কীভাবে শিনজিয়াং প্রদেশের উইঘুরদের বন্দিশিবিরে রাখা হয়েছে। তাঁদের জীবনযাপন, ধর্মাচরণসহ সব গতিবিধির ওপর কীভাবে কড়া নজরদারি চালানো হচ্ছে সে কথাও রয়েছে ওই নথিতে। ওই ডিটেনশন ক্যাম্পগুলোতে বন্দিদের ওপর নাৎসি কায়দায় নিপীড়ন ও গবেষণা চলছে। ওই নিপীড়ন নিয়ে এর আগেও কয়েকটি নথি ফাঁস হয়েছে। এক প্রতিবেদনে রজসিনা মামাত্তহতি নামের উইঘুর নারীর কথা তুলে ধরে সিএনএন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি থেকে শিনজিয়াংয়ের বন্দিশিবিরে নিজের আত্মীয়দের বিষয়ে জানতে পারেন রজসিনা। সেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই বিবরণ পড়ার পর আতঙ্কে বেশ কয়েকদিন খেতে বা ঘুমোতে পারেননি তিনি। চীনা কমিউনিস্ট শাসকদের বর্বরতার ওই প্রমাণ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। প্রসঙ্গত, চীনের নানা বন্দিশিবিরে প্রায় ২০ লাখ উইঘুর মুসলিমকে বন্দি করে রাখা হয়েছে।

সর্বশেষ খবর