শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

কভিডে প্রথম মৃত্যুর ঘোষণা উত্তর কোরিয়ার

কভিডে প্রথম মৃত্যুর ঘোষণা উত্তর কোরিয়ার

করোনা ভাইরাস শনাক্তের কথা স্বীকারের এক দিন পরই উত্তর কোরিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যুর কথা জানিয়েছে। সাড়ে ৩ লাখ মানুষ ইতোমধ্যে জ্বরে আক্রান্ত হয়েছে। গতকাল রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়- জ্বরে ভুগে ছয়জন মারা গেছে, পরীক্ষায় তাদের একজনের ওমিক্রন পজিটিভ এসেছিল। তারা আরও জানায়, জ্বরে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার জনকে ‘পৃথক করে চিকিৎসা’ দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই দেশটিতে কভিড-১৯ সৃষ্টিকারী করোনাভাইরাসের উপস্থিতি আছে- বিশেষজ্ঞরা এমনটি ধারণা করে এলেও উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার প্রথমবারের মতো এর কথা স্বীকার করে। তারা জানায়, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় লকডাউন দেওয়া হয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। কিন্তু গতকাল হালনাগাদ তথ্যে কেসিএনএ জানায়, প্রাদুর্ভাব রাজধানীর বাইরেও ছড়িয়েছে। মহামারি শুরু হওয়ার পর ২০২০ এর জানুয়ারির প্রথমদিকে তারা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়।

কর্তৃপক্ষ এ পদক্ষেপের মাধ্যমেই দেশে ভাইরাসটির প্রবেশ বন্ধ করতে চেয়েছে। কিন্তু সীমান্ত বন্ধ করে দেওয়ায় দেশটি অর্থনৈতিক পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে এবং জরুরি পণ্য আমদানিও হ্রাস পায়, এতে দেশজুড়ে খাদ্য ঘাটতি দেখা দেয়।

সর্বশেষ খবর