রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

নাগরিকদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা চীনের

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় শূন্য কভিড-নীতি বাস্তবায়নে নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটি ‘কার্যকর’ নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এতে ‘অপ্রয়োজনীয় বা অনাবশ্যক’ কারণে বিদেশ যেতে কঠোরভাবে বারণ করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের জাতীয় অভিবাসন প্রশাসন বলেছে, পাসপোর্টের মতো ভ্রমণ নথির বিষয়ে তারা যাচাই-বাছাই প্রক্রিয়াকে কঠোর করবে। বিদেশ ভ্রমণে ইচ্ছুকদের কঠোরভাবে সীমিত করবে। সিএনএন জানিয়েছে, চীনের এই পদক্ষেপের পেছনে যুক্তি হলো- দেশ ছাড়ার সময় এবং দেশে ফের প্রবেশের সময় ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমানো। এ কারণে কেবল ‘প্রয়োজনীয়’ উদ্দেশ্য যেমন- পুনরায় কাজ শুরু, পড়ালেখা, ব্যবসা, বৈজ্ঞানিক গবেষণা ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাবেন নাগরিকরা। ঘোষণা অনুসারে, যারা মহামারির বিরুদ্ধে লড়াই করতে এবং দুর্যোগে ত্রাণ সংস্থানের জন্য বিদেশ যেতে চান তাদের আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন এই বিধিনিষেধ কীভাবে প্রয়োগ করা হতে পারে বা বৈধ কাগজপত্র থাকা নাগরিকদের ভ্রমণ কীভাবে আটকানো হবে তা জানাননি কর্মকর্তারা। সিএনএন’র হিসাব অনুযায়ী, চীনের কমপক্ষে ৩২টি শহর এখনো সম্পূর্ণ বা আংশিক লকডাউনের অধীনে, যা ২২ কোটি মানুষকে প্রভাবিত করছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধনী শহর সাংহাই, মার্চের শেষ দিক থেকে শহরটি লকডাউনের অধীনে রয়েছে।

পুরো এপ্রিল জুড়ে বাসায় বন্দী মানুষগুলো খাবার, ওষুধ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠছে, কমিউনিটির কর্মীরা অনুমতি ছাড়াই জোরপূর্বক মানুষের বাড়িতে প্রবেশ করে জীবাণুমুক্তকরণের সময় তাদের ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষতি করছে।

সর্বশেষ খবর